About of Forum

আমাদের প্রিয় ফোরাম

দক্ষিণ কুমিল্লার জলাঞ্চল খ্যাত সুপরিচিত ও প্রাচীন জনপদ মনোহরগঞ্জ। স্বাধীনতার ফসল ও কয়েকজন বীর সন্তানই ১৯৭১ সালে জ্ঞানের মশাল জ্বালিয়ে এলাকাকে আলোকিত করার মানসে প্রতিষ্ঠা করেন মনোহরগঞ্জ উচ্চ বিদ্যালয় যা পরবর্তীতে সময়ের প্রয়োজনে অনেকের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় স্কুল এন্ড কলেজে উন্নীত হয়। বর্তমানে সেই প্রতিষ্ঠানকে সরকারীকরণও করা হয়েছে। খেলাধুলা, শিক্ষা-সংস্কৃতি ও রাজনীতি তথা সমসাময়িক রাষ্ট্রীয় ও সমাজ সচেতনতায় কখনোই পিছিয়ে নেই এই অঞ্চল। ডাকাতিয়া ও ঘাগরিয়া বিধৌত অত্রাঞ্চলের ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি হতে হাজার হাজার শিক্ষার্থী পাশ করে পরবর্তীতে দেশের খ্যাতনামা বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করে কর্মজিবনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন।

দেশে ও দেশের বাহিরে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে যাচ্ছেন। প্রতিষ্ঠার প্রায় ৫০ বছর পর এসে অত্র প্রতিষ্ঠানের সকল প্রাক্তন ছাত্রছাত্রীগনের মনের চাওয়া একটি প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ করা। যেন সকলে একটা সুন্দর বন্ধনে আবদ্ধ হতে পারে একই ছাতার নিচে। যেন সৌহার্দপূর্ণ ও ভ্রাতৃত্বসুলভ সম্পর্কে সুন্দর একটি যোগাযোগের মাধ্যমে পরিচিত হয়ে সকলের মুল্যায়নও মূল্যবোধের প্রসার ঘটাতে পারে। যেন উন্নত সম্পর্কের সেতুবন্ধনের মধ্য দিয়ে নিজেদের সমাজকে আরো সমৃদ্ধ ও আলোকিত করতে পারে সে প্রত্যশায় ১৯ জুন ২০১৮ মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন “Ex Students Forum Of Monohargonj Govt. High School & College ” এর পথচলা শুরু। সকলের পরামর্শ, সহযোগীতা ও অংশগ্রহণমূলক দিকনির্দেশনা এবং পরিচালনায় এটি হয়ে উঠুক অনুকরণীয় সফল একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এই প্রত্যাশাই রাখি সবসময়। সকলকে ধন্যবাদ।

Top Events
Categories
Tags